ডাবের জলের উপকারিতা
প্রাকৃতিক এই পানীয় স্বাস্থ্যের জন্য খুবই ভালো
ডাবের জলে বায়োঅ্যাকটিভ যৌগ এবং প্রচুর ফাইবার রয়েছে। তাই এটি স্বাস্থ্যকর এবং হজমে সহায়তা করে। এটি অম্বল এবং পেট ফাঁপা কমাতে সাহায্য করতে পারে। পেট ফাঁপলে বা চোঁয়া ঢেকুর উঠলে অথবা পেটে জ্বালা অনুভব হলে, ডাবের জল পান করুন, উপকার পাবেন।
হাইড্রেশন বা জলের পূর্ণতা, শরীরকে সচল রাখার জন্য গুরুত্বপূর্ণ। ডাবের জল এবং এর সামান্য মিষ্টি স্বাদ শরীরকে তরতাজা করে। এছাড়াও ডাবের জলে ইলেক্ট্রোলাইট রয়েছে যা শরীরে জলের পূর্ণতা বজায় রাখতে সাহায্য করে। ডাবের জলে থাকা প্রচুর ইলেক্ট্রোলাইট বমি বমি ভাব ও মাথাব্যথা কমায়। এছাড়াও এই জলে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট মদ বা বিভিন্ন নেশার ফলে যে মানসিক চাপ তৈরি হয় তা মোকাবিলায় সহায়তা করে।
সেপ্টেম্বর - ২৪, ৩০ - ১৯, খাদ্য, পুষ্টি
Comments
Post a Comment