মায়ের নামে গাছ

কেন্দ্রিয় সরকার ঠিক করেছে, কৃষি এবং সংশিষ্ট সব মন্ত্রক এই “মাতৃ বন” তৈরিতে উদ্যোগ নেবে

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের ‘এক পেঢ় মা কে নাম’ কর্মসূচির আওতায় দেশজুড়ে ৫২ কোটির বেশি গাছ ইতোমধ্যেই লাগানো হয়েছে। প্রধানমন্ত্রী, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে এই কর্মসূচির সূচনা করেন। কেন্দ্রিয় সরকার ঠিক করেছে, কৃষি এবং সংশিষ্ট সব মন্ত্রক এই “মাতৃ বন” তৈরিতে উদ্যোগ নেবে। এই অভিযানের অঙ্গ হিসেবে, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, সেপ্টেম্বর মাসের মধ্যে দেশ জুড়ে ৮০ কোটি এবং আগামী বছরের মার্চ মাসের মধ্যে ১৪০ কোটি চারা রোপণের লক্ষ্য নিয়েছে। সরকার মনে করছে এর ফলে পরিবেশ সচেতন জীবনশৈলী গড়ে উঠবে। সুস্থায়ী কৃষির লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। জমি ও জলের গুণগত মান বাড়বে, জীব বৈচিত্র্য বৃদ্ধি পাবে। ভূমিক্ষয় রোধ হবে। এছাড়া চাষিরা কাঠ জাতীয় পণ্য থেকে অতিরিক্ত উপার্জনের সুযোগ পাবেন।

সেপ্টেম্বর - ২৪, ৩০ - ১২, বনায়ন, জলবায়ু বদল



Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন