ভারতে সৌরশক্তির প্রসার

ভারতে সৌরশক্তির প্রসারে নরওয়ের সঙ্গে নতুন সমঝোতা


ভারতে ভাসমান সৌরশক্তি উৎপাদনে জলবিদ্যুৎ উৎপাদনের বৃহত্তম সংস্থা ন্যাশনাল হাইডাল পাওয়ার কর্পোরেশন বা এনএইচপিসি, নরওয়ের সংস্থা ওশ্যন সান-এর সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। নরওয়ের এই সংস্থাটি ভাসমান সৌরশক্তি উৎপাদনের ক্ষেত্রে প্রযুক্তি সহায়তা দেয়। সমঝোতাপত্র অনুযায়ী, এনএইচপিসি এবং ওশ্যন সান ভাসমান সৌরশক্তি উৎপাদনের মূল এলাকাগুলিকে চিহ্নিত করবে। এনএইচপিসি চিহ্নিত এলাকায় হাইড্রো-ইলেক্ট্রিক মেমব্রেন নির্ভর সৌর প্যানেল স্থাপন করা হবে।

এনএইচপিসি-র এই চুক্তিকে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। এর ফলে সংস্থাটি শুধুমাত্র জলবিদ্যুৎ উৎপাদনই নয়, সৌর, বায়ু ও গ্রিন হাইড্রোজেন প্রকল্পের মতো বিভিন্ন পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের ক্ষেত্রেও নিয়োজিত হবে।নরওয়ের সংস্থাটির সঙ্গে এনএইচপিসি-র এই সমঝোতাপত্রটি এপ্রিলের ২৯ তারিখে স্বাক্ষরিত হয়।

জুন - ২৪, ২৯-৭২ সৌরশক্তি, উপযুক্ত প্রযুক্তি


Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন