সবুজ শক্তি হাইড্রোজেন!
গ্রিন হাইড্রোজেন এবং এর উপজাত দ্রব্যগুলির উৎপাদন, ব্যবহার ও তার রফতানির কেন্দ্র হিসেবে ভারতকে গড়ে তুলতে চায় সরকার
দেশে গ্রিন হাইড্রোজেন ব্যবহারের বর্তমান অবস্থা-
- গেইল লিমিটেড শহরাঞ্চলে গ্যাস সরবরাহ গ্রিডে হাইড্রোজেনকে অন্তর্ভুক্ত করার প্রথম প্রকল্প শুরু করেছে। মধ্যপ্রদেশের ইন্দোরের অবন্তিকা গ্যাস লিমিটেডের সিটি গ্যাস স্টেশনের সিএনজি নেটওয়ার্কে ২ শতাংশ এবং পিএনজি নেটওয়ার্কে ৫ শতাংশ হাইড্রোজেন মিশ্রিত করা হচ্ছে।
- এ বছরের জানুয়ারি মাস থেকে সুরাটে এনটিপিসি কাওয়াস টাউনশিপের পিএনজি নেটওয়ার্কে ৮ শতাংশ পর্যন্ত গ্রিন হাইড্রোজেন মিশ্রিত করা হচ্ছে।
- এছাড়া, অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থাতেও এ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। সেগুলি হল
- লেহ-তে এনটিপিসি হাইড্রোজেন-ভিত্তিক বাস প্রকল্প গ্রহণ করেছে।
- গ্রেটার নয়ডায় এনটিপিসি হাইড্রোজেন-ভিত্তিক ফুয়েল সেল ইলেক্ট্রিক ভেহিকেল বাস তৈরির প্রকল্প গ্রহণ করেছে।
- অয়েল ইন্ডিয়া লিমিটেড ৬০ কিলোওয়াট ক্ষমতার হাইড্রোজেন এবং চলতি জ্বালানির হাইব্রিড মডেলের বাস তৈরি করেছে।
- ইন্ডিয়ান অয়েল সৌরশক্তি ব্যবহার করে ইলেক্ট্রোলাইসিসের মাধ্যমে গ্রিন হাইড্রোজেন উৎপাদনের জন্য বায়োমাস অক্সি স্টিম গ্যাসিফিকেশন ও সিবিজি রিফর্মিং-এর একটি পরীক্ষামূলক প্রকল্প হাতে নিয়েছে, যেখানে ১৫টি হাইড্রোজেন জ্বালানি ভরে বাস চালানো হচ্ছে।
- এছাড়া, বিভিন্ন সংস্থা ভারতে গ্রিন হাইড্রোজেন/গ্রিন অ্যামোনিয়া উৎপাদনের পরিকল্পনা ঘোষণা করেছে।
- ভারতের গ্রিন হাইড্রোজেন উৎপাদন ক্ষমতা বার্ষিক ৫০ লক্ষ মেট্রিক টনে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে, যার ফলে জৈব জ্বালানির ওপর নির্ভরতা অনেকটাই কমবে। মিশনের লক্ষ্যমাত্রা অর্জন করা গেলে, ২০৩০ সালের মধ্যে জৈব জ্বালানি আমদানির খরচে সব মিলিয়ে মোট ১ লক্ষ কোটি টাকার সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
- এর ফলে ৮ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসবে এবং ৬ লক্ষেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
- জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশনে গ্রিন হাইড্রোজেন ট্রানজিশন প্রকল্পে ভারতে ৪ লক্ষ ৫০ হাজার টন গ্রিন হাইড্রোজেন উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
জানুয়ারি - ২৪, ২৯-৪৬, শক্তি, পরিবেশ
Comments
Post a Comment