শিশুদের যত্নে ধর্মীয় বার্তা
ধর্মীয় বার্তার মাধ্যমে শিশুদের যত্নের প্রচার ইউনিসেফের
একটি শিশুর জন্ম, তার মায়ের স্বাস্থ্য, শিশুটির পুষ্টি, তার সুরক্ষাসহ শিশুদের যত্ন নেওয়ার পদ্ধতি সম্বন্ধে লেখা একটি পুস্তিকাতে যেমন কোরআন-হাদিস, বেদ ও উপনিষদ এবং বইবেল থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে। তেমনই সেগুলি ধর্মগুরুদের দিয়ে পরীক্ষাও করিয়ে নেওয়া হয়েছে।
পালস-পোলিও টিকাকরণ এবং করোনার সময়ে কড়া নিয়ম কানুন মানতে বাধ্য করার জন্য যেভাবে ধর্মগুরুদের দিয়ে বার্তা প্রচার করানো হয়েছিল, শিশুদের যত্ন নেওয়ার ক্ষেত্রেও পশ্চিমবঙ্গে সেই একই পদ্ধতি নিয়েছে ইউনিসেফ। ভবিষ্যতে তাদের এই পদ্ধতি সার্ক-ভুক্ত অন্যান্য দেশগুলিতেও তারা ব্যবহার করবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
অক্টোবর - ২৩, ২৯-২৮, শিশু পরিচর্যা
Comments
Post a Comment