পরিবেশ বাঁচাতে বাতিল বিমান পরিষেবা
ফ্রান্স, বিমান যাত্রার পরিবর্তে ট্রেনে যেতে উৎসাহিত করার জন্য কিছু অভ্যন্তরীণ বিমান পরিষেবা নিষিদ্ধ করেছে
ফ্রান্সের সরকার বিমান যাত্রার পরিবর্তে ট্রেনে যেতে উৎসাহিত করার জন্য কিছু অভ্যন্তরীণ বিমান পরিষেবা নিষিদ্ধ করে একটি আইন পাস করেছে। নতুন আইনের অধীনে, যেখানে আড়াই ঘন্টা বা তার কম সময়ে ট্রেনে যাওয়া যায় সেরকম দুরত্বের বিমান পরিষেবা বাতিল হবে। উল্লেখযোগ বিষয় হল, সে দেশের পরিবেশ আন্দোলনকারীরা ৪ ঘন্টা বা তার কম সময়ে যেখানে ট্রেনে যাওয়া যায় সেরকম দুরত্বের বিমান পরিষেবা বাতিল করার জন্য বহুদিন ধরে আন্দোলন করছিল। বলে রাখা ভালো, ফ্রান্সসহ গোটা ইওরোপের অতি দ্রুত গতির ট্রেনের খুবই শক্তিশালী পরিষেবা বহুদিন ধরেই রয়েছে। ফ্রান্স সরকার বলেছে, এর ফলে গ্রিন হাউস গ্যাসের নির্গমন অনেকটাই কমবে।
সমালোচকরা অবশ্য এই নিষেধাজ্ঞার বিষয়ে ভিন্ন মত পোষণ করেন এবং বলেন, এটি গ্রিন হাউস গ্যাস নির্গমনের ওপর খুব কমই প্রভাব ফেলবে। তাদের বক্তব্য, এটা না করে সরকারের উচিত বিমান পরিষেবার ফলে যে নির্গমন হয় তা কমানোর জন্য 'বাস্তব এবং উল্লেখযোগ্য সমাধান' বের করা উচিত।
জুন - ২৩, ২৮-৭২, জলবায়ু বদল
Comments
Post a Comment