জৈব সারের প্রসার

বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জৈব সারের প্রসার করছে কেন্দ্রীয় সরকার


২০১৫-১৬ অর্থবর্ষ থেকে সরকার পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা এবং মিশন অর্গানিক ভ্যালু চেন ডেভেলপমেন্ট ইন নর্থ ইস্ট রিজিওনের মত প্রকল্পের মাধ্যমে জৈব পদ্ধতিতে কৃষিকাজ করার জন্য চাষিদের উৎসাহিত করছে। রাজ্যসভায় এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী নরেন্দ্র সিং তোমর জানিয়েছেন। এই প্রকল্পগুলির মাধ্যমে চাষিদের জৈব সার ব্যবহার করে জৈব পদ্ধতিতে কৃষিকাজে সহায়তা করা হচ্ছে। এছাড়াও উৎপাদিত পণ্যকে বাজারজাত করতেও সাহায্য করা হচ্ছে। এর জন্য চাষিদের নানাভাবে প্রশিক্ষিত করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।

পরম্পরাগত কৃষি বিকাশ যোজনায় সুবিধাভোগী চাষিদের তিন বছরে হেক্টর পিছু ৩০‌ হাজার টাকা এবং মিশন অর্গানিক ভ্যালু চেন ডেভেলপমেন্ট ইন নর্থ ইস্ট রিজিওনের সুবিধাভোগীরা তিন বছরে হেক্টর পিছু ৩২,৫০০ টাকা ভরতুকি বাবদ দেওয়া হয়। ২০২২-২৩ অর্থবর্ষে জৈব পদ্ধতিতে কৃষিকাজে উৎসাহিত করার জন্য ৬৬৭ কোটি ৩৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল বলে মন্ত্রী জানান। ফেব্রুয়ারি - ২৩, ২৮-৪৫, চাষ, জৈব চাষ

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন