মানুষ বন্যপ্রাণী দ্বন্দ্ব

বন-জঙ্গল যত কেটে সাফ করা হবে মানুষ এবং বন্যপ্রাণী দ্বন্দ্ব তত বাড়বে


দেশের বিভিন্ন অংশে মানুষ এবং বন্যপ্রাণীর সঙ্গে সংঘর্ষের ঘটনা বাড়ছে। একদিকে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু, কর্নাটক, পশ্চিমবঙ্গ এবং উত্তরাখণ্ডে বাঘের আক্রমণে মৃত্যুর খবর পাওয়া গেছে। তেমনই ওড়িশায় হাতির আক্রমণে ৯৩ জন মারা গেছে গত ২০২০-২১ বছরে- যেটা রেকর্ড। অন্য যেসব রাজ্যে হাতির আক্রমণে মানুষ মারা গেছে সেগুলি হল আসাম, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। মানুষ এবং বন্যপ্রানীদের দ্বন্দ্ব নিরসনে ২০২১-২২ সালে কেন্দ্রীয় সরকার ২৭৮৪.৩৮ কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল। এই টাকার মধ্যে খরচ হয়েছে মাত্র ১৮৫১.৭৮ কোটি টাকা। তবে বিশেষজ্ঞদের মত, বন-জঙ্গল যত কেটে সাফ করা হবে এই দ্বন্দ্ব তত বাড়বে। 

অগস্ট - ২২, ২৮-১১, মানুষ, বন্যপ্রাণী

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ