ভারতে নতুন ৫টি রামসার অঞ্চল
স্বীকৃতি দেওয়া হল ভারতের আরো ৫টি জলাভূমিকে
ভারতে গুরুত্বপূর্ণ পাঁচটি জলাভূমিকে রামসার অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে। এগুলি হল – তামিলনাড়ুর কারিকিলি পক্ষী নিবাস, পাল্লিকারানাই অভয়ারণ্য এবং পিচাভরম ম্যানগ্রোভ অঞ্চল; মিজোরামে পালা জলাশয় এবং মধ্যপ্রদেশে সাক্য সাগর। এর ফলে দেশে রামসার অঞ্চলের সংখ্যা ৪৯ থেকে বৃদ্ধি পেয়ে ৫৪ হল। ১৯৭১ সালে ইরানের রামসারে পৃথিবীর বিভিন্ন দেশ কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামক জলাভূমি সংরক্ষণ বিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তি, জলাভূমি সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন মাপকাঠি বিচার করে বিভিন্ন দেশের জলাভূমিকে স্বীকৃতি দেয়। এইসব জলাভূমিকে রামসার সাইট বলে। এখনো অবধি মোট ১৫৮টি দেশের ১৬৯০ লক্ষ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত ১,৮২৮টি স্থান গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে পূর্ব কলকাতার জলাভূমিও রয়েছে।
অগস্ট - ২২, ২৮-০৮, পরিবেশ, সংরক্ষণ
Comments
Post a Comment