গ্রামোন্নয়ন, জীবিকা ও পুষ্টিক্ষেত্রে সমীক্ষা ও গবেষণার সুযোগ
এ বছর মার্চ মাসে জাতীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ সংস্থা (এনআইআরডিপিআর)-এর সঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ রিডিং (ইউওআর)-এর একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে এনআইআরডিপিআর-এর কর্মীরা পুষ্টি, কৃষি ও গ্রামোন্নয়ন সম্পর্কে এক আন্তর্জাতিক পেশাদার নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পাবেন। শুধু তাই নয়, দুটি সংস্থাই কৃষি অর্থনীতি, গ্রামোন্নয়ন, জীবিকা ও পুষ্টিক্ষেত্রে সমীক্ষা ও গবেষণার যথেষ্ট সুযোগ পাবে।
প্রসঙ্গত উল্লেখ্য, গ্রামোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গবেষণার কাজে এনআইআরডিপিআর ইউনিভার্সিটি অফ রিডিং-এর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করে চলেছে। নারী ও শিশুবিকাশ সম্পর্কেও এই সংস্থা দুটি পরস্পরের সঙ্গে মত ও অভিজ্ঞতা বিনিময় করে থাকে।
অগস্ট - ২২, ২৮-০৭, পুষ্টি, কৃষি, তথ্য
Comments
Post a Comment