চাষিদের ধোঁকা !

এমএসপি গ্যারান্টি আইন তৈরির কোনো কথা নেই সরকারি কমিটির দায়িত্বে


আন্দোলন তোলার সময় কৃষক সংগঠনগুলির অন্যতম দাবী ছিল, এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি আইন তৈরি করতে হবে। সরকারের বক্তব্য ছিল, একটা কমিটি সরকার তৈরি করবে, যারা চাষিদের দাবীগুলি খতিয়ে দেখে সরকারের কাছে তাদের প্রস্তাব দেবে। প্রায় আট মাস বাদে চাষিরা বিরক্ত হয়ে যখন ‘বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে প্রতিবাদ’ করতে জড়ো হচ্ছিল, তার ঠিক আগেই প্রাক্তন কৃষি সচিব সঞ্জয় আগরওয়ালের নেতৃত্বে ২৯ জনের একটি কমিটি তৈরি করল সরকার।

এমএসপি’র ব্যবস্থাটিকে আরো কার্যকর করে এবং স্বচ্ছ উপায়ে কীভাবে সেই মূল্য চাষিদের দেওয়া যায় তার প্রস্তাব দেবে এই কমিটি। এছাড়া বাস্তবিকভাবে কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইসেস (সিএপিসি)-কে কীভাবে আরো স্বায়ত্তশাসন দেওয়া যায় তার প্রস্তাব দেবে। এর সঙ্গে কৃষি বিপণন ব্যবস্থাকে মজবুত করার পরামর্শ দেবে। কিন্তু এমএসপি গ্যারান্টি আইন তৈরির পরামর্শ দেওয়ার এক্তিয়ার এই কমিটির আছে কিনা, সরকারি ঘোষণায় তার কোনো উল্লেখ নেই। উল্লেখ্য, কমিটিতে ২৯ জন সদস্যের মধ্যে রয়েছে মাত্র ৯ জন চাষিদের প্রতিনিধি রাখা হয়েছে।

এই কমিটি শূন্য বাজেটের কৃষি; বিভিন্ন কৃষি-আবহাওয়া অঞ্চলের ফসলগুলি চিহ্নিত করা এবং দেশের পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে তার পরিবর্তন করা; প্রাকৃতিক কৃষির প্রক্রিয়া ও পণ্যের জন্য কৃষকবান্ধব সার্টিফিকেশনের ব্যবস্থা এবং বিপণন ব্যবস্থার পরামর্শও দেবে। হরেদরে দেখা যাচ্ছে, চাষিদের দাবীদাওয়া নিয়ে সরকার নিতান্তই উদাসীন। চাষিদের সংগঠনগুলি তাই এই কমিটিকে অস্বীকার করেছে। 

জুলাই - ২২, ২৮-০২, কৃষি, অর্থনীতি

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ