চাষিদের আয় দ্বিগুণ হবে কি?
মনে রাখবেন এটা ২০২২। চাষির আয় দ্বিগুণ হল কিনা তা জানার সময়
কেন্দ্রীয় সরকার ২০১৬ সালের এপ্রিল মাসে ‘চাষিদের আয় দ্বিগুণ’ সংক্রান্ত বিষয় পরীক্ষা করে দেখার জন্য আন্তঃমন্ত্রক কমিটির সঙ্গে পরামর্শ করে। চাষিদের আয় দ্বিগুণ করার জন্য এই কমিটি বেশ কিছু কৌশলের সুপারিশ করেছিল। সুপারিশ ২০১৮ সালে সরকারের কাছে দেওয়া হয়েছিল। এই সুপারিশগুলি হল, ফসলের উৎপাদন বৃদ্ধি, প্রাণী সম্পদের উন্নতি সাধন, সম্পদ ব্যবহারে দক্ষতা বৃদ্ধি, উৎপাদন খরচ বাঁচানো, উন্নত মানের ফসল উৎপাদন, উচ্চ মূল্যের ফসলের বহুমুখী ব্যবহার, ফসলের ন্যায্য মূল্য বৃদ্ধি এবং কৃষি কাজ থেকে অকৃষি পেশায় চাষিদের স্থানান্তর। এই সুপারিশ গৃহীত হওয়ার পর সরকার অগ্রগতি পর্যালোচনা ও পর্যবেক্ষণের জন্য একটি এমপাওয়ার্ড কমিটির সঙ্গে পরামর্শ করছে বলে ৫ এপ্রিল লোকসভায় এক লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। মনে রাখবেন এটা ২০২২। চাষির আয় দ্বিগুণ হল কিনা তা জানার সময়। দেখা যাক এমপাওয়ার্ড কমিটি চাষিদের কতটা ক্ষমতাবান করতে পারে।
মে - ২২, ২৭- ৬৪, কৃষি, অর্থনীতি
Comments
Post a Comment