মিথ্যের চাষ

ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে

মিথ্যে বলছে সরকার। ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি’র গ্যারান্টি দিতে গেলে সরকারের নাকি ১৭ লাখ কোটি টাকা খরচ হবে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা, যা সরকারের পক্ষধারী অর্থনীতিবিদেরা ছড়াচ্ছে। এই ১৭ লাখ কোটি টাকা আসলে সব কৃষিপণ্য, অর্থাৎ চাষ, পশুপালন, মাছচাষসহ সব উৎপাদিত কৃষি সামগ্রীর দাম। কিন্তু সরকার তো মাত্র ২৩টি ফসলের বাজারের দামের সঙ্গে এমএসপি’র যে ফারাক সেই দামটি নির্দিষ্ট করে দেয়। আর মূলত ১৪ থেকে ১৬টি ফসল সরকার কেনে। এই কেনার জন্য বর্তমানে সরকারের খরচ হয় ১৭ হাজার কোটি টাকা। এর মধ্যে ধান, গম আর ভুট্টা আর তেল বীজ হিসেবে চিনাবাদামের জন্যই সবথেকে বেশি খরচ হয়। তবে এমএসপি গ্যারান্টি আইন হলে সরকারকে কত খরচ হবে জানেন? ৩৬ হাজার কোটি টাকার কিছু বেশি। নিচের টেবিলে সেটাই বলা হয়েছে। এই সরকার ও তার ধামাধরা অর্থনীতিবেদেরা মিথ্যে বলে মানুষকে বিভ্রান্ত করছে। সম্প্রতি শিল্পপতিদের ৪৬ হাজার কোটি টাকার ঋণ মকুব করেছে সরকার। আর যে পেশায় ভারতের ৬০ ভাগ লোক নিয়োজিত সেখানে এই সাহায্য দিতে সরকারের আপত্তি!


ডিসেম্বর -২১, ২৭- ৪০, চাষ, এমএসপি

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ