বঙ্গে স্কুলছুট জাতীয় গড়ের থেকে বেশি

প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের মধ্যে স্কুলছুট হচ্ছে ৬১.৪১ ছাত্রছাত্রী


পশ্চিমবঙ্গে স্কুলছুটের সংখ্যা জাতীয় গড়ের থেকে বেশি। তবে এ বিষয়ে প্রতিবেশী তিন রাজ্য বিহার, ঝাড়খন্ড এবং আসামের অবস্থা পরিস্থিতি খুবই খারাপ। ইউনিফায়েড ডিসট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস ২০১৯-২০ রিপোর্টে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এই রিপোর্টে দেখা যাচ্ছে, সারা ভারতে স্কুলগুলিতে প্রাথমিক পর্যায়ে শেষ পর্যন্ত হাজির থাকছে ৮৬.৯৭ শতাংশ ছাত্রছাত্রী। উচ্চ প্রাথমিকে এবং মাধ্যমিকে হাজিরা কমে হচ্ছে, যথাক্রমে ৭৪.৫৯ এবং ৫৯.৫৫ শতাংশ। উচ্চমাধ্যমিকে তা আরো কমে হচ্ছে ৪০.১৭ শতাংশে। অর্থাৎ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের মধ্যে স্কুলছুট হয়ে যাচ্ছে ৫৯.৮৩ শতাংশ ছাত্রছাত্রী। এই তথ্য দেশের শিক্ষা ব্যবস্থার দিকেই প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে।

পশ্চিমবঙ্গে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উপস্থিতির হার হল, যথক্রমে ৮৬.১৪, ৬১.৬৭, ৪৬.৬০, ৩৮.৫৯ শতাংশ ছাত্রছাত্রী। এক্ষেত্রে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের মধ্যে স্কুলছুট হচ্ছে ৬১.৪১ ছাত্রছাত্রী।

ডিসেম্বর -২১, ২৭- ৩৮, শিক্ষা, স্কুলছুট

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ