জলবায়ু সম্মেলন কপ ২৬ এর খুঁটিনাটি

কপ ২৬ হল, এই গ্রহের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন


সহজ কথায় কপ ২৬ হল, এই গ্রহের বৃহত্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন। ১৯৯২ সালে, রাষ্ট্রসংঘ আর্থ সামিট নামে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করেছিল। ওই সম্মেলনে রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC) গৃহীত হয়।

এই চুক্তিতে, জলবায়ু ব্যবস্থায় মানুষের কাজকর্মের কারণে বায়ুমণ্ডলে গ্রিননহাউস গ্যাসের ঘনত্বের স্তর বা পরিমাণকে কমাতে সম্মত হয়েছিল সমস্ত দেশগুলি। আজ অবধি ১৯৭টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তিটি ১৯৯৪ সালে কার্যকর হয়েছিল এবং তারপর থেকে, রাষ্ট্রসংঘ বিশ্বব্যাপী জলবায়ু সম্মেলনের জন্য পৃথিবীর প্রায় সমস্ত দেশকে একত্রিত করার চেষ্টা করছে। এই সম্মেলনগুলিকে বলা হয় কনফারেন্স অফ দ্য পার্টিস বা কপ। এই বছর ২৭ তম কপ হওয়া উচিত ছিল, কিন্তু কোভিড মহামারিতে সম্মেলনটি এক বছর পিছিয়ে গেছে। তাই গ্লাসগো সম্মেলনের নাম কপ ২৬।

এখন প্রশ্ন হল, জলবায়ু বদল বিষয়ে ইতিমধ্যে পর্যাপ্ত সভা ও সম্মেলন হয়েছে। আবার একটা সম্মেলন করে কী হবে?

এই সম্মেলনে UNFCCC চুক্তির বেশ কয়েকটি বিষয় সম্প্রসারিত হয়েছে। এর মধ্যে রয়েছে দেশগুলির জন্য গ্রিনহাউস গ্যাস নির্গমনের আইনি পরিমাণ নির্ধারণ। এর জন্য আইনী বিধান এবং তা বাস্তবায়নে জোর দেওয়ার কথা দেশগুলিকে বলা হবে। এছাড়া ১৯৯৭ সালে কিয়োটো প্রোটোকল - যেখানে উন্নত দেশগুলির জন্য, ২০১২ সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর একটি নির্দিষ্ট সীমা ঠিক হয়েছিল। এই লক্ষ্য কতটা অর্জিত হল, তাও জানা হবে। এর সঙ্গে ২০১৫ সালে প্যারিস চুক্তি পাস হয়েছিল। চুক্তিটি অনুযায়ী বিশ্বের সমস্ত দেশ, তাদের কাজের ফলে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রি সেলসিয়াসে বেঁধে রাখার কথা নির্দিষ্ট করেছিল । জলবায়ু বদল রুখতে সরকারগুলি অর্থ সংস্থান ব্যবস্থা করতে সম্মত হয়েছিল। এসব কতটা বাস্তবায়িত হল তা নিয়েও আলোচনা হয়েছে কপ ২৬-এ। 

নভেম্বর -২১, ২৭- ৩০, পরিবেশ, জলবায়ু বদল

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ