জলাভূমি বাঁচাও

ওয়েটল্যান্ড অব ইন্ডিয়া পোর্টাল


গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ওয়েটল্যান্ড অব ইন্ডিয়া পোর্টালের সূচনা করেছে। এই দফতরের মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব এই পোর্টালের সূচনা করেন। http://indianwetlands.in/ নামের এই পোর্টালে ক্লিক করলে দেশের জলাভূমি সম্পর্কে সব তথ্য পাওয়া যাবে। পোর্টালটিতে জলাভূমি সম্পর্কিত বিভিন্ন তথ্য বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এই পোর্টালে ভিডিও আপলোড করা হয়েছে।

পোর্টালের বিষয়ে যাবতীয় তথ্য প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি ড্যাশবোর্ডের মাধ্যমে যুক্ত করা হয়েছে। আগামীদিনে ওয়েবসাইটটিতে আরো তথ্য সংযোজন করা হবে। যে কোনো নাগরিক পোর্টালে তাদের নাম লেখাতে পারে এবং জলাভূমি সম্পর্কিত বিভিন্ন ছবি আপলোড করতে পারবে। নিবন্ধীকৃত নাগরিকরা জলাভূমি মিত্র-র ভূমিকা পালন করতে পারে। পরিবেশ মন্ত্রক আন্তর্জাতিক জলবায়ু উদ্যোগের আওতায় প্রকৃতি সংরক্ষণ ও প্রকৃতি সুরক্ষা কর্মসূচির এই প্রকল্পটিতে যুক্ত হয়েছে।

নভেম্বর -২১, ২৭- ৩৪, জলভূমি, তথ্য

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ