পদ্ম গুলঞ্চ নিরাপদ

পদ্ম গুলঞ্চের ব্যবহার সম্পূর্ণ নিরাপদ। তবে, পদ্ম গুলঞ্চের মতো 
একই রকম দেখতে অন্যান্য কিছু গাছ রয়েছে, যেগুলি অত্যন্ত ক্ষতিকারক


সম্প্রতি কয়েকটি সামাজিক মাধ্যম ও বৈজ্ঞানিক জার্নালে পদ্ম গুলঞ্চের নিরাপদ ব্যবহার নিয়ে উদ্বেগের প্রকাশ করেছিল। এই জন্য আয়ুষ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, পদ্ম গুলঞ্চের ব্যবহার সম্পূর্ণ নিরাপদ। তবে, পদ্ম গুলঞ্চের মতো একই রকম দেখতে অন্যান্য কিছু গাছ রয়েছে, যেগুলি অত্যন্ত ক্ষতিকারক।

পদ্ম গুলঞ্চ একটি পরিচিত ভেষজ। দীর্ঘদিন ধরে আয়ুষ চিকিৎসা পদ্ধতিতে প্রতিষেধক হিসাবে পদ্ম গুলঞ্চের ব্যবহার করা হচ্ছে। পদ্ম গুলঞ্চের বৈজ্ঞানিক নাম টাইনোস্পোরা কর্ডিফোলিয়া যা প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয়। তবে টাইনোস্পোরা ক্রিসপার বা তার মতো দেখতে দেখতে একাধিক গাছ রয়েছে, যেগুলি ব্যবহারে বিরূপ প্রভাব পড়তে পারে। মন্ত্রকের পক্ষ থেকে তাই বলা হয়েছে, আয়ুর্বেদিক ওষুধ হিসাবে পদ্ম গুলঞ্চ নিরাপদ ও কার্যকর। তবে, স্বীকৃত আয়ুর্বেদ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে এর ব্যবহার প্রয়োজন। 

নভেম্বর -২১, ২৭- ৩২, স্বাস্থ্য, আয়ুর্বেদ

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন