ঔষধি গাছের প্রসার
আয়ুষ মন্ত্রকের অধীনে প্রতিষ্ঠিত জাতীয় মেডিসিনাল প্লান্ট বোর্ড বাণিজ্য,
রফতানি, সংরক্ষণ এবং ঔষধি গাছের চাষ বাড়ানোর জন্য সহায়ক নীতি গ্রহণ করেছে
জাতীয় মেডিসিনাল প্লান্ট বোর্ড (এনএমপিবি) হিমাচল প্রদেশের পালামপুর অঞ্চলের ইনস্টিটিউট অফ হিমালয়ান বায়ো রিসোর্স টেকনোলজি সঙ্গে যৌথ উদ্যোগে ঔষধি গাছের মানসম্মত রোপণ সামগ্রী উৎপাদনের ব্যবস্থা করেছে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের অধীনে প্রতিষ্ঠিত জাতীয় মেডিসিনাল প্লান্ট বোর্ড বাণিজ্য, রফতানি, সংরক্ষণ এবং ঔষধি গাছের চাষ বাড়ানোর জন্য সহায়ক নীতি গ্রহণ করেছে।
জাতীয় মেডিসিনাল প্লান্ট বোর্ডের চিহ্নিত ঔষধি গাছ এবং ভেষজ উদ্ভিদের গুণগত মান উন্নয়নের সুবিধার্থে এই দুটি সংস্থা সম্প্রতি সমঝোতা পত্রে স্বাক্ষর করেছে। এর মূল লক্ষ্য, মানোন্নয়ন, প্রচার, সংরক্ষণ এবং বিভিন্ন ঔষধি গাছের চাষের জন্য নার্সারি স্থাপনে সাহায্য করা বিশেষত, বিভিন্ন ধরনের কৃষি-আবহাওয়া অঞ্চল এবং যেখানে অতি উচ্চতায় বেড়ে ওঠা বিরল প্রজাতির ঔষধি গাছ উৎপন্ন হয়।
ঔষধি গাছের প্রসার ও উৎপাদন বৃদ্ধি এবং এর চাষের পদ্ধতির উন্নয়ন নিয়ে গবেষণা করবে সি এস আই আর- আই এইচ ডি টি, । আর জাতীয় মেডিসিনাল প্লান্ট বোর্ড ও তার প্রয়োগ সংস্থাগুলি, যেমন রাজ্য মেডিসিনাল প্লান্ট বোর্ড, রাজ্য আয়ুষ সমিতি, রাজ্য উদ্যান বিজ্ঞান বিভাগ এবং দেশ জুড়ে থাকা আঞ্চলিক প্রাকৃতিক সহায়তা কেন্দ্রগুলি এই প্রকল্প রূপায়ণে সহায়তা করবে।
নভেম্বর -২১, ২৭- ৩১, স্বাস্থ্য, বিপণন, অর্থনীতি
Comments
Post a Comment