উত্তর-পূর্বে জৈব চাষ
উত্তর পূর্বাঞ্চাল কৃষি বিপণনে কেন্দ্রীয় সরকারের
পুনরুজ্জীবন প্যাকেজ। ৩৩ হাজার মানুষের কর্মসংস্থান হবে দাবী
রাষ্ট্রায়ত্ত সংস্থা উত্তর পূর্বাঞ্চাল কৃষি বিপণন নিগম লিমিটেড-কে ৭৭.৪৫ কোটি টাকার পুনরুজ্জীবন প্যাকেজের অনুমোদন দিয়েছে ক্যাবিনেট কমিটি। সরকার মনে করছে, এর ফলে উত্তর পূর্বাঞ্চলের চাষিরা তাদের পণ্যের সঠিক দাম পাবে। কারণ এখন থেকে এই সংস্থা একদিকে যেমন চাষিদের প্রশিক্ষণ, জৈব বীজ ও সার দিয়ে সহায়তা করতে পারবে। অন্যদিকে উৎপাদিত ফসলের দেশে এবং বিদেশে বিপণনের জন্য প্রচার কর্মসুচি নিতে পারবে। সরকার মনে করছে এতে ৩৩ হাজার মানুষের কর্মসংস্থান হবে। একই সঙ্গে এই নিগমের আয় বাড়বে এবং কেন্দ্রীয় সরকারের ঋণের ওপর নির্ভরতা বন্ধ হবে।
সেপ্টেম্বর -২১, ২৭-১৯ জৈব চাষ, সরকার
Comments
Post a Comment