ভূজল কমছে

দেশে ২৫৬টি জল সঙ্কটপূর্ণ জেলার মাটির তলার জল বৃদ্ধি সহ জল সংরক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে


সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড (সিজিডব্লুবি)দেশের বিভিন্ন অঞ্চলের ভূগর্ভস্থ জলের পরিমাপের কাজ চালাচ্ছে । তাদের করা পর্যবেক্ষণের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, দেশের ৬৮ শতাংশ ভূ-জল ৫ মিটার পর্যন্ত গভীরতায় রয়েছে । আবার কোথাও এই জলের অবস্থান ৪০ মিটারেরও বেশি গভীরতায়। কিন্তু দেশে মাটির নিচের জলের পরিমাণ কমছে। আর তাই সংরক্ষণ এবং জলের অপচয় রোধ করে জলের ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে প্রচারও চলছে। এছাড়া সিজিডব্লুবি কৃত্রিম উপায়ে মাটির নিচের জলের পরিমাণ বাড়ানোর জন্য পরিকল্পনা করেছে। এদের তথ্য অনুযায়ী দেশে ২৫৬টি জল সঙ্কটপূর্ণ জেলার মাটির তলার জল বৃদ্ধি সহ জল সংরক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে। চলতি বছরের ২২ মার্চ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশের গ্রাম এবং শহরাঞ্চলের সমস্ত জেলায় বৃষ্টির জল সঞ্চয়ের ওপর গুরুত্ব দিয়ে নানা কর্মসূচি নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। জলশক্তি মন্ত্রক । লোকসভায় এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন এই মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ।

অগস্ট -২১, ২৭-১৫ ভূজল, সংরক্ষণ

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ