বেড়েছে ফসল সংগ্রহ

এবছর জুন মাস অবধি ফসল সংগ্রহের পরিমাণ


গত জুন ২০২১ পর্যন্ত চাষিদের থেকে ৪১৬.৪৪ লক্ষ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছে। গতবার এই সময়ের মধ্যে সংগ্রহের পরিমাণ ছিল ৩৮৯.৯২ লক্ষ মেট্রিক টন। এই গম সংগ্রহ করা হয়েছে ৪৫.৫৬ লক্ষ চাষির থেকে। গমের জন্য সরকার ৮২,২৪৭.৫১ কোটি টাকা ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে খরচ করেছে। এছাড়া ধান সংগ্রহের কাজও চলছে। বিভিন্ন রাজ্য থেকে এ পর্যন্ত ৮০৮.৪২ লক্ষ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে ১১৯.৮৮ লক্ষ চাষির থেকে। ধানের জন্য ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে দেওয়া হয়েছে ১,৫২,৬৩০.০৯ কোটি টাকা।

কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, এযাবৎ ৩ হাজার ৯২৮ কোটি ৫০ লক্ষ টাকার ন্যূনতম সহায়ক মূল্যে, ৭ লক্ষ ৫১ হাজার ২৭৯ টন বিভিন্ন ডাল এবং তেলবীজ সংগ্রহ করা হয়েছে, ৪ লক্ষ ৪৩ হাজার চাষির থেকে।

জুলাই-২১, ২৭-০৩ ফসল সংগ্রহ, এমএসপি, চাষ

Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন