আয় বাড়াতে পশুপালন

তৈরি হচ্ছে জাতীয় দুগ্ধ বিকাশ কার্যক্রম


প্রাণীসম্পদ খাতে বৃদ্ধি ত্বরান্বিত করতে এবং পশুপালন খাতে নিযুক্ত ১০ কোটি চাষির আয় বৃদ্ধির জন্য ২০২১-২২ অর্থ বছর থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য কেন্দ্রীয় সরকার ৫৪ হাজার ৬১৮ কোটি টাকা সাহায্য দেবে। এজন্য দুধ উৎপাদন, প্রক্রিয়াকরণ, বিপণন ও দুধ ও দুগ্ধজাত পণ্যের গুণগত মানের ওপর জোর দিয়ে জাতীয় দুগ্ধ বিকাশের কার্যক্রম তৈরি করা হবে। এই কার্যক্রমটি প্রায় ৮৯০০ দুধ হিমায়িত করার প্রকল্প স্থাপনের লক্ষ্যে করা হয়েছে, যা দেশের ২৬,৭০০ গ্রামকে অন্তর্ভুক্ত করবে। এর ফলে ৮ লক্ষেরও বেশি দুধ উৎপাদক সংস্থা উপকৃত হবে।

জুলাই-২১, ২৭-০২ পশুপালন, চাষ

Comments

Popular posts from this blog

দূর অস্ত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন

বর্জ্য জল থেকে জ্বালানি, সেচ, সার…

দেশে ৪১০টি পকসো কোর্ট