শিক্ষায় বাজেট কমছে
দেশের জিডিপি বা গড় জাতীয় উৎপাদনের ছয় শতাংশ শিক্ষা ক্ষেত্রে ব্যয় করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এটি একটি পুরানো দাবি। তবে এবছরের হিসেব যাচাই করলে বোঝা যাবে, জিডিপির ছয় শতাংশের ধারে কাছে পৌঁছোয়নি কেন্দ্রীয় শিক্ষা বাজেট। সরকারি হিসেবে, ২০১৯-২০ সালে ভারতের মোট জিডিপির আনুমানিক মূল্য ছিল ১৪৫.৬৬ লক্ষ কোটি টাকা। এই হিসেবে ৬ শতাংশ হল ৮ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা।
২০২০ সালে শিক্ষার জন্য মোট বরাদ্দ ছিল ৯৯,৩১১ কোটি টাকা। ২০২১-এ তা কমে হয়েছে ৯৩,২২৪ কোটি টাকা। এবছরের বাজেট গত তিন বছেরের বাজেটের মধ্যে সবথেকে কম।
নতুন শিক্ষানীতিতে সর্বশিক্ষা অভিযান এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানকে এক করে নাম দেওয়া হয়েছিল সমগ্র শিক্ষা অভিযান। এই অভিযানে গতবছর বরাদ্দ অর্থের পরিমাণ ছিল ৩৮ হাজার ৭৫০ কোটি টাকা। এবছর তা কমে হয়েছে ৩১ হাজার ৫০ কোটি।
মিড ডে মিল খাতে এ বছর বরাদ্দ ছিল ১১ হাজার ৫০০ কোটি টাকা, যা গত বছরের থেকে ৫০০ কোটি টাকা বেশি। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে – ৫ এ দেশে অপুষ্টির এক ভয়াবহ অবস্থা আমরা দেখেছি। ২০২০ সালে কোভিডের ফলে স্কুল বন্ধ ছিল। খাবারের অভাব হয়েছিল স্কুল পড়ুয়াদের। সেই হিসেবে বরাদ্দ যা বেড়েছে তা বেশ কম।
উচ্চ মাধ্যমিক স্তরে মেয়েদের উত্সাহিত করার পরিকল্পনাগুলির বাজেটেও বরাদ্দ কমেছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, প্রান্তিক জনগোষ্ঠীর ছাত্রীদের, বিশেষ করে মহামারি চলাকালীন সময়ে স্কুল ছাড়ার ঘটনা বেড়েছে। এই অবস্থায় বাজেট বরাদ্দ কমার কারণে ছাত্রীদের শিক্ষা আরো ব্যাহত হবে বলে শিক্ষাব্রতীরা মনে করছে।
নতুন শিক্ষানীতিতে ২০৩০ সালের মধ্যে স্কুল পাশ করা ৫০ শতাংশ ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। কিন্তু উচ্চ শিক্ষার বাজেটে প্রায় এক হাজার কোটি টাকার বরাদ্দ কমেছে।
সূত্রঃ কেন্দ্রীয় সরকারের বাজেটপত্র
এপ্রিল - ২১ ২৬-২৫, শিক্ষা, কেন্দ্রীয় বাজেট
Comments
Post a Comment