হাসফাস
ওয়ার্ল্ড মিটিয়রলজিক্যাল
অর্গানাইজেশন, ডব্লুএমও জানিয়েছে যে ২০১৯পৃথিবীর দ্বিতীয় উষ্ণতম বছর।তারা বলছে, সমুদ্রের
তাপ এখন রেকর্ড মাত্রায় পৌঁছেছে। কার্বন-ডাই -অক্সাইড নির্গমন এই হারে চলতে থাকলে এই
শতাব্দীর শেষে বিশ্বের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়বে। বিশ্লেষণে দেখা গেছে,
এর আগের উষ্ণতম বছর ছিল ২০১৬। ২০১৬ তে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি, এল নিনোর জন্য তাপমাত্রা
বেড়েছিল। এছাড়াও দেখা যাচ্ছে, এই দশক ছিল বিশ্বের
উষ্ণতম দশক এবং গত পাঁচ বছর ছিল উষ্ণতম । উল্লেখযোগ্য হল, ১৯৮০-র পর থেকে প্রতিটি দশকই তার আগের দশকের
চেয়ে উষ্ণতর ছিল। ডব্লুএমও-র আভাস, এই প্রবণতা আগামীতেও চলবে।
মার্চ - ২০ ২৫-৭৭, জলবায়ু বদল
Comments
Post a Comment