কী নোংরা !

২০৫০ সাল নাগাদ বিশ্বে বারো হাজার কোটি টন প্লাস্টিক বর্জ্য জমা হবে। সঙ্গে  ইলেক্ট্রনিক বর্জ্যের  পরিমাণ দাঁড়াবে বার্ষিক এক কোটি কুড়ি লক্ষ টন। রাষ্ট্রসংঘের পরিবেশ সংস্থা ইউএনইপি-র  প্লাস্টিক বর্জ্য-ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে গঠিত সংস্থা এই তথ্য জানিয়েছে। তারা আরো বলেছে, ইলেক্ট্রনিক বর্জ্য এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা বর্জ্য । এর মধ্যে আছে মোবাইল ফোন, টেলিভিশন, ফ্রিজ ইত্যাদি।

মার্চ - ২০ ২৫-৭৯, পরিবেশ, বৈদ্যুতিন বর্জ্য  


Comments

Popular posts from this blog

রক্তচাপ কমায় টম্যাটো

সার থেকে ক্যান্সার

আচ্ছে দিন