শিশুর বিকাশ কেমন হবে তার ওপর পৃথিবীর টিকে থাকা। তবুও কোনো দেশই সুস্থায়ী বা
টেকসই পৃথিবীর জন্য শিশুর উপযুক্তভাবে বেড়ে ওঠার যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না। শিশু-কিশোরদের
বেঁচে থাকা ও বিকাশ লাভের জন্য বিশ্বের ১৮০টি দেশের সামর্থ্ যাচাইয়ের একটি সমীক্ষা
করেছিল ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইন্সটিটিউট অফ গ্লোবাল হেলথ নামের কেন্দ্র। এই সমীক্ষা বলছে, শিশুদের স্বাস্থ্য,
পরিবেশ এবং অনুকূল অবস্থায় বেড়ে ওঠার বিপক্ষে অনেকগুলি অশুভ ইঙ্গিত দেখা দিয়েছে। এগুলি
হল, ক্ষতিকর গ্যাস নির্গমন, ক্ষতিকর পণ্যের আকর্ষক র্বিজ্ঞাপন এবং বিভিন্ন দেশের মধ্যে গভীর হতে থাকা
বৈষম্য। এর জন্য কোনো দেশই শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার স্বাস্থ্যকর ভবিষ্যতের অধিকারী
হওয়ার উপযোগী পরিবেশ দিতে পারছে না।
মার্চ -
২০ ২৫-৮০, শিশু , স্বাস্থ্য
Comments
Post a Comment