গেছো বিবৃতি


গত পাঁচ বছরে বন (সংরক্ষণ) আইনে অনুমোদন নিয়ে বিভিন্ন কাজে গত ১ কোটি ৯ লক্ষ ৭৫ হাজার ৮ শো ৪৪ টি গাছ কেটেছে সরকার। ২ ডিসেম্বর রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু বদল মন্ত্রকের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এই তথ্য দেন। তিনি আরো বলেন, গত পাঁচ বছরে ১২ কোটি ৬০ লক্ষ গাছ লাগানো হয়েছে। তাঁর বক্তব্য, দেশের উন্নয়নের কাজে বাধ্য হয়েই এই গাছ কাটতে হয়। তবে সরকার দেশের পরিবেশ নিয়ে যথেষ্ট সচেতন। তাই যত গাছ কাটা হয় তার থেকে বেশি গাছ লাগানো হয়। তবে এখানে তিনি সরকারের লাগানো প্রায় ১৩ কোটি গাছের মধ্যে কত গাছ জীবিত আছে তার উল্লেখ করেননি। আর কোন ধরনের গাছ কাটা বা লাগানো হয়েছে উল্লেখ করেননি তাও ।
ডিসেম্বর – ১৯, ২৫-৪৯, বনায়ন, পরিবেশ সংরক্ষণ

Comments

Popular posts from this blog

লিঙ্গসাম্যের দিকে এগোচ্ছে দেশ

পারম্পরিক জ্ঞানের তথ্যায়ন

দাঁতের ব্যথায় লবঙ্গ