সু ফল

অনেকটা জল যুক্ত ফল তরমুজে
ক্যালরির পরিমাণ কম। এক কাপ অর্থাৎ ১৫০ থেকে ১৬০ গ্রাম তরমুজ থাকে মাত্র ৪৬ থেকে
৬১ ক্যালরি। তাই এই ফল খেলে খুব কমই ক্যালরি শরীরে ঢোকে, ফলে ওজন বাড়ে না।
কমলালেবুতেও ক্যালরি কম থাকে এবং এটি ভিটামিন 'সি' সমৃদ্ধ ফল। এটি
অনেকক্ষণ পেটভরা রাখতে সাহায্য করে। ফলে
খাওয়ার পরিমাণ কমানো যায়। অনেকেই উচ্চমাত্রায় শর্করা থাকার কারণে, ওজন কমাতে কলা
খাওয়া এড়িয়ে যান। তবে পুষ্টি উপাদনে ভরপুর কলা দেহের ওজন কম রাখতে সাহায্য করে।
ব্রিটিশ হেলথ জার্নাল সূত্রে এখবর জানা গেছে।
জানুয়ারি -২০ ২৫-৬৫, খাদ্য, স্বাস্থ্য
Comments
Post a Comment