মিথ্যের চাষ


গত ২৭ নভেম্বর রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে, বিভিন্ন রাজ্য থেকে চাষিদের আত্মহত্যার কোনো তথ্য পাঠানো হচ্ছে না। ফলে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি-’র পক্ষ থেকে চাষিদের আত্মহত্যার খবর এবং তার কারণ জানানো সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, সাম্প্রতিক যে রিপোর্ট এনসিআরবি প্রকাশ করেছে তাতেও ২০১৬ সাল অবধি চাষিদের আত্মহত্যার সংখ্যা রয়েছে। কিন্তু কেন চাষি আত্মহত্যা করেছে তার কোনো কারণ দেওয়া নেই। এনসিআরবি-’র রিপোর্টে বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, হরিয়ানা, গোয়া, হিমাচল প্রদেশ সহ ৯ টি রাজ্য চাষিদের আত্মহত্যার সংখ্যা তাদের রাজ্যে শূন্য বলে জানিয়েছে। এর মধ্যে বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তরাখণ্ড ২০১৪ সাল থেকেই কোনো তথ্য জানাচ্ছে না।
ডিসেম্বর – ১৯, ২৫-৪৮, কৃষি, আত্মহত্যা, 

Comments

Popular posts from this blog

দূর অস্ত টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন

বর্জ্য জল থেকে জ্বালানি, সেচ, সার…

দেশে ৪১০টি পকসো কোর্ট