মানব উন্নয়ন
২০০৫ থেকে ২০১৫ সালের ভেতর, ভারতে প্রায়
২১ কোটি মানুষ দারিদ্র সীমার ওপরে উঠেছে। তবুও সারা পৃথিবীর সমস্ত গরিবের মধ্যে ২৮
শতাংশের ভারতেই বাস। ৯ ডিসেম্বর, ২০১৯-এ প্রকাশিত মানব উন্নয়ন সূচক - ২০১৯ বা
এইচডিআই প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই সূচক অনুযায়ী মোট ১৮৯ টি দেশের মধ্যে
ভারতে স্থান ১২৯তম। এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ১৯৯০ থেকে ২০১৮-এর ভেতর, ভারতের
এইচডিআই মান ৫০ শতাংশ (০.৪৩১ থেকে ০.৬৪৭) বেড়েছে। তাই ভারত এখন মাঝারি মানের মানব
উন্নয়ন অংশের দেশগুলির মধ্যে ভালো অবস্থানে রয়েছে।
জানুয়ারি -২০, ২৫-৫৯, এসডিজি
Comments
Post a Comment