জৈব ভারত
২০১৮-১৯ অর্থ বছরে ভারত ৬,১৪,০৮৯.৬১ টন জৈব পণ্য রফতানি করেছে, যার মূল্য
৫,১৫০.৯৯ কোটি টাকা। ২০১৮-১৯ সালে দেশে মোট ২৫,০৮৭,৩৮২.৬৫ টন জৈব পণ্য উৎপাদিত হয়েছে।
এই একই বছরে সার্টিফায়েড বা শংসায়িত জৈব পণ্য উৎপাদন হয়েছে ২,৬০৭,৩৮৪.৯০ টন। এক প্রশ্নের
লিখিত জবাবে কেন্দ্রীয় কৃষক ও কৃষি কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমার একথা জানিয়েছেন।
তিনি আরো জানিয়েছেন, ২০১৮-১৯ আর্থিক বছরে মহারাষ্ট্র সব থেকে বেশি জৈব পণ্য উৎপাদন
করেছে। যার পরিমাণ ১২,৪৭৪,৩১৮.৮৩ টন।
ডিসেম্বর – ১৯, ২৫-৪৭, জৈব চাষ,
ব্যবসা
Comments
Post a Comment